জোছনার হাসি
- জায়েদ আকবর
জোছনা এভাবে অনেকদিন দেখা হয়নি,
আজ শুতে গিয়ে দেখি,
ব্যালকনি দিয়ে সরাসরি
বালিশে পড়েছে আলো -
ঘাড় ঘুরিয়ে আকাশে তাকিয়ে
চেয়ে কিছুক্ষণ শুয়ে থাকি।
আজ পূর্ণিমা!
তারকারাজি নিভে আছে,
পশ্চিমপাশে নির্জনে একাকী জ্বলছে চাঁদ!
এ যেন পৃথিবীর ল্যাম্পপোস্ট!
আজ আমি জোছনা ছুঁয়েছি,
হৃদয়ে মেখেছি।
একি শূন্যতা? নাকি পূর্ণতা!
আমি বুঝতে পারিনা।
নীরব অশ্রু দুচোখে আমার,
চাঁদ হাসছে স্বার্থপরের মত।
১৫-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।